পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রাদেশিক রাজধানী পেশোয়ারে বোমা হামলায় কমপক্ষে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা রয়েছেন। শুক্রবার স্থানীয় সংবাদ মাধ্যম একথা জানায়।
খবরে বলা হয়, খাইবার পাখতুনখয়া প্রদেশের প্রাদেশিক রাজধানী পেশোয়ারের হায়াতাবাদের তাতারা পার্কের কাছে পুলিশের একটি গাড়ি লক্ষকরে এ হামলা চালানো হয়। হামলায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মাদ আশরাফ নুর এবং তার নিরাপত্তা রক্ষী নিহত হন।
পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাশ দু’টি নগরীর একটি হাসপাতালে নিয়ে যায়। ওই পুলিশ কর্মকর্তা তার দপ্তরে যাওয়ার সময় এ হামলার শিকার হন।
হামলার ধরণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে কতিপয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। কিন্তু আনুষ্ঠানিকভাবে এ খবর নিশ্চিত করা হয়নি। হামলায় গাড়িটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত কোন গ্রুপ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।