পাকিস্তানের সিন্ধু প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। রবিবার সকালে দ্রুতগামী দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় উর্দু টিভির বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানায়। পুলিশ কর্মকর্তা জানান, সিন্ধু প্রদেশের শিওয়ান শরিফ জেলার ইন্দুজ হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।