সরফরাজ আহমেদের দল সেমি-ফাইনালে উঠার সম্ভাবনা জাগিয়েও শেষ মুহূর্তে পাঁচ নম্বরে থেকে বিদায় নেয় বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে। তাতে গুঞ্জন উঠে দলের প্রধান কোচ মিকি আর্থারকে না রাখার ব্যাপারে।
শেষ পর্যন্ত তাই হল। দক্ষিণ আফ্রিকান এই কোচকে বরখাস্ত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি সপ্তাহে পিসিবির সভায় আর্থারের পারফরম্যান্স নিয়ে অনেক কাঁটাছেড়া করে পিসিবি। এরপর সম্ভাবনাও জাগে তাকে রেখে দেয়ার। এমন সম্ভাবনা জাগলে মিকি আঙুল তুলেন দলের অধিনায়ক সরফরাজের দিকে। তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার প্রস্তাব দেন তিনি।
মিকির এই প্রস্তাব তো টিকেইনি বরং উল্টো বরখাস্ত হলেন কোচিং স্টাফদের সবাইকে নিয়ে।
কোচিং স্টাফদের বরখাস্ত করার ব্যাপারে পিসিবি প্রধান এহসান মানি এক বিবৃতিতে জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ডের হয়ে আমি মিকি আর্থার, গ্রান্ট ফ্লাওয়ার, গ্রান্ট লুডেন এবং আজহার মেহমুদকে ধন্যবাদ জানাই। পাকিস্তান জাতীয় দলের জন্য তারা যা করেছেন সেটা উদাহরণ হয়ে থাকবে। তাদের ভবিষ্যতের জন্য পিসিবির শুভকামনা থাকবে। তবে দল ও দলের সমর্থকেরা যা চায় সেটা পূরণ করতে আমরা বদ্ধপরিকর। এর জন্য আমাদের নতুন করে পরিকল্পনা সাজাতে হবে।
সামনে কোচ নিয়োগের ব্যপারেও বেশ সতর্ক থাকবেন বলে জানান এহসান মানি। বিদেশী কোচের চাইতে দেশি কোচের দিকেই পিসিবির আগ্রহ বেশি বলে জানাচ্ছে দেশটির গণমাধ্যম।