আগামী ২৯ সেপ্টেম্বর হায়দরাবাদের (Hyderabad) রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium) গা ঘামানোর ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড (Pakistan vs New Zealand)। তবে কাপযুদ্ধের এই ওয়ার্ম-আপ ম্যাচে ঢুকতে দেওয়া হবে না কোনও দর্শককেই!
সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ট্যুইট করে এই সিদ্ধান্ত জানিয়ে দিল। এই ম্যাচ দেখার জন্য যাঁরা টিকিট কেটেছেন, তাঁদের পুরো টাকা ফেরত দিয়ে দেবে বিসিসিআই। হায়দরাবাদের নিরাপত্তা সংস্থার পরামর্শেই, মাঠে লোক না ঢোকানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
বুধবার দুবাই হয়ে পাকিস্তান দল আসবে হায়দরাবাদে। ২৯ সেপ্টেম্বর তারা কিউয়িদের বিরুদ্ধে খেলার পর, ৩ অক্টোবর এই হায়দরাবাদেই অসিদের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ৬ অক্টোবর তাদের নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে শুরু হচ্ছে বিশ্বকাপ অভিযান। পাকিস্তান ভারতে আসার ভিসাও পেয়ে গিয়েছে। চোটের জন্য় বিশ্বকাপে খেলা হচ্ছে না স্টার পেসার নাসিম শাহের। তাঁর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন হাসান আলি। পাকিস্তানের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন-বাবর আজম, শাহদাব খান, ফখর জমন, ইমা-উল-হক, আবদুল্লাহ শফিক, মহম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, সলমান আলি আগা, মহম্মদ নওয়াজ, উসমান মীর, হ্য়ারিস রউফ, হাসান আলি, শাহিন আফ্রিদি ও মহম্মদ ওয়াসিম।-জি নিউজ