এবি ডি ভিলিয়ার্সের মতো খেলোয়াড়কে দলে ভেড়াতে পারে না বেশিরভাগ ফ্রাঞ্চাইজি লিগ। কারণ হচ্ছে প্রোটিয়া এই ব্যাটিং কিংবদন্তির দাম বেশ চড়া। পাকিস্তান সুপার লিগও (পিএসএল) আগের তিন আসরে পায়নি তাকে। পাকিস্তানের কয়েকটি গণমাধ্যমের খবর অনুযায়ী এবার পিএসএলে পাওয়া যেতে পারে তাকে।
জিও টিভিতে দেয়া এক সাক্ষাতকারে পিএসএলের কার্যনির্বাহী কমিটির ঘনিষ্ঠ এক সূত্র বলেছে, ‘তিনি পিএসএলে আসছেন। আমরা এতটুকু বলতে পারি, তাকে তিন সপ্তাহ পাওয়া যাবে। ধরে নেয়া যায়, তিনি সাতটি ম্যাচ খেলতে পারবেন।’
এমনকি পিএসএলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টও একবার ডি ভিলিয়ার্সের আসার ব্যাপারে ইঙ্গিত দিয়েছিল। গত মে মাসে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স আনুষ্ঠানকিভাবে প্রোটিয়া এই ব্যাটসম্যানকে লিগে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানায়।
চলতি বছরের এপ্রিলে হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন এবি। তবে বিদায়বেলায় তিনি জানিয়েছিলেন, আইপিএলসহ টি-টোয়েন্টি লিগগুলোতে খেলে যেতে চান। আইপিএলে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেন।