বিশ্বকাপের ২১তম আসর বসছে রাশিয়ায়। সে লক্ষ্যে অংশ্রগ্রহনকারী ৩২টি দলের সবকটি দল ইতোমধ্যে পা রেখেছে রাশিয়ায়। এয়ার ফোর্ট থেকে প্রত্যেক দলের খেলোয়াড়দের বাহারি পোশাকে বিদায় জানিয়েছে নিজ নিজ দেশ। তবে একটি দৃশ্য সবার নজর কেড়েছে। পাঞ্জাবি পরে বিশ্বকাপের উদ্দেশে দেশ ছেড়েছে নাইজেরিয়ান ফুটবলাররা।
নিজেদের দেশের পতাকার সঙ্গে মিল রেখে সাদা এবং সবুজের মিশ্রনের পাঞ্জাবি পরে বিমানে উঠে তারা। দলের খেলোয়াড়ররা বিমান বন্দরে কিছু তোলা ছবি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে। যা কিছুক্ষনের মধ্যেই অনেক আলোড়ন তৈরি করে। প্রশংসার সঙ্গে মজার কমেন্টের শিকারও হয় তারা। সবকিছু মিলিয়ে নতুন ঢংয়েই বিশ্বকাপের দেশে পা রাখলো আফ্রিকার মুসলিম অধ্যুষিত দেশটিকে।
রাশিয়া বিশ্বকাপে গ্রুপ ‘ডি’ তে খেলবে নাইজেরিয়া। একই গ্রুপে তাদের প্রতিপক্ষ দল গুলো হলো আর্জেন্টিনা, আইসল্যান্ড এবং ক্রোয়েশিয়া। আগামী ১৬ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নাইজেরিয়া।