‘সোনালী আঁশের সোনার দেশ, পাটপণ্যের বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে আগামী ৬ মার্চ জাতীয় পাট দিবস উদযাপন করা হবে। সারাদেশে এই প্রথম বারের মত এই দিবস’কে ‘জাতীয় পাট দিবস’ হিসেবে উদযাপনের ঘোষণা করা হয়েছে। দেশের এই পাট অর্থনীতি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বলে দাবি করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
এ উপলক্ষে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে তিন দিনব্যাপী পাটজাত পণ্যের মেলা শুরু হবে। এটি শেষ হবে ১১ মার্চ সন্ধ্যা ৬টায়। এ মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন তিনি পাটসংক্রান্ত রচনা প্রতিযোগিতায় বিজয়ী মোট ২৪ জনের হাতে পুরস্কার তুলে দেবেন।
এছাড়াও সেরা পাটচাষি, সেরা পাটবীজ, বেসরকারি সেরা পাটকল, সেরা কাঁচাপাট রপ্তানিকারকসহ আট ক্যাটাগরিতে ৮ জন এবং পাটসংশ্লিষ্ট গবেষণার জন্য ২ জনকে পুরস্কৃত করা হবে।
মঙ্গলবার বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রনালয় আয়োজিত এক সংবাদসম্মেলন এ মেলার নানা দিক তুলে ধরেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, সোনালি আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’- এই স্লোগানকে প্রতিপাদ্য ঠিক করে দেশে প্রথমবারের মতো আগামী ৬ মার্চ জাতীয় পাট দিবস উদযাপিত হবে। দেশের অর্থনীতি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পাট। দেশের প্রায় চার কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ খাতের ওপর নির্ভরশীল। পরিবেশ সহায়ক এই পাটের ব্যবহার ও চাহিদা দেশ-বিদেশে বাড়াতে এর ব্যপক প্রচার ও জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য ৬ মার্চ দেশব্যাপী জাতীয় পাট দিবস উদযাপিত হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দিবসটি উপলক্ষে বুধবার ১ থেকে ১২ মার্চ পর্যন্ত রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে ১ থেকে ১২ মার্চ ঢাকা শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপ সাজসজ্জা, আলোকসজ্জা, ৪ মার্চ রাজধানীর হাতিরঝিলে নৌ র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ৫ মার্চ সকাল ১০টায় জাতীয় সংসদের সামনে পাটের তৈরি ক্যানভাসে চিত্রাঙ্কন, ৬ মার্চ সকাল সাড়ে ৮টায় সংসদ ভবনের সামনে থেকে র্যালি বের করা হবে। ওই দিন দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ ও জেলা-উপজেলায় র্যালি-আলোচনা সভা, ৯ মার্চ সকাল ৯টায় বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে বহুমুখী পাটপণ্যের তিন দিনব্যাপী মেলা শুরু হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, পাটখাতের সার্বিক উন্নয়নে সরকার “পাট আইন, ২০১৭” প্রণয়ন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পাটকে বিশ্ব বাজারে তুলে ধরতে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)-তে ১৩৫ প্রকার পাটপণ্যের স্থায়ী প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র চালু হয়েছে। বিমানবন্দর/পর্যটন শপে বহুমুখী পাটপণ্যের প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা নেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বিজেএমসির চেয়ারম্যান ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।