মঙ্গলবার পানামা সিটির নিকটবর্তী এক কারাগারে গোলাগুলিতে ১২ বন্দি নিহত হয়েছে। এতে আরো অন্তত ১৩ আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। খবর সিনহুয়ার।
পুলিশ জানায়, গোলাগুলির এ ঘটনার পর লা জয়িতা কারাগার থেকে পাঁচটি হ্যান্ড গান, তিনটি লঙ ব্যারেল্ড ফায়ার আর্মসহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
পানামার উপ-পুলিশ প্রধান অ্যালেক্সিস মুনোজ বলেন, কারাগারের অভ্যন্তরে এই গোলাগুলির সূত্রপাত হয়। কারাগারে বিভিন্ন দলের মধ্যে রেষারেষি এবং মাত্রাতিরিক্ত বন্দি রয়েছে।