ডিএমপি নিউজঃ বরিশালের তরুণ ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমনের দ্রুততম সেঞ্চুরিতে রাজশাহীকে হারিয়ে আট উইকেটের দুর্দান্ত জয় পেল ফরচুন বরিশাল। মাত্র ৪২ বলে ৯টি চার আর ৭টি ছয়ে বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম শতরানের মালিক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাঁহাতি ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ২২০ রান করে মিনিস্টার গ্রুপ রাজশাহী। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ১০৯ রান করেন নাজমুল হোসেন শান্ত। মাত্র ৫৪ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল চারটি বাউন্ডারি ও ১১টি ছক্কায়।
রাজশাহীর দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে তামিম ইকবাল ও সাইফ হাসানে দারুণ শুরু করে ফরচুন বরিশাল। ওপেনিং জুটিতে দুজন মিলে তোলেন ৪৪ রান। পঞ্চম ওভারে সাইফ ফিরলে ভাঙে ওপেনিং জুটি। ফেরার আগে ২৭ রান করেন সাইফ। সাইফ ফিরলে পারভেজকে নিয়ে দারুণ ছন্দে এগিয়ে নেন তামিম। এর মধ্যে ৩৪ বলে হাফসেঞ্চুরি স্পর্শ করেন তামিম। সেঞ্চুরির পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি তামিম। ৫৩ রানে রানআউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। ১৬১ রানে বরিশাল হারায় তাঁদের দ্বিতীয় উইকেট।
তামিমের ফেরার পরও বেশ সাবলীলভাবে ব্যাটিং করেন পারভেজ। শেষ বলে চার হাঁকিয়ে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। রাজশাহীকে হারিয়ে বরিশালও পেয়ে যায় আট উইকেটের জয়। প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিজের সপ্তম ম্যাচেই সেঞ্চুরির স্বাদ পেলেন তরুণ এই ব্যাটসম্যান। বরিশালের হয়ে রাব্বি ৪৯ রানে চারটি এবং সুমন খান ৪৩ রানে দুটি উইকেট লাভ করেন।