উত্তর কোরিয়া গোপনে পারমাণবিক উৎপাদন অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের সাথে বৈঠককালে দেশটি এ তথ্য গোপন রেখেছিল।যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট শনিবার এই খবর প্রকাশ করেছে। খবর এএফপি’র।
‘উত্তর কোরিয়ার দিক থেকে আর কোন পারমাণবিক হুমকি নেই’ গত ১২ জুন ট্রাম্প ও কিমের মধ্যকার শীর্ষ বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণা শেষে নতুন এই সংবাদটি প্রকাশ করা হলো।
এনবিসি টিভি সম্প্রতি প্রতিবেদন প্রচার করে যে, উত্তর কোরিয়া সম্প্রতি পারমাণবিক অস্ত্র তৈরীর গোপন এলাকায় জ্বালানি উৎপাদন বাড়িয়েছে।
এনবিসি মার্কিন এক গোয়েন্দা কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, ‘এমন কোনো প্রমাণ নেই যে, উত্তর কোরিয়া তাদের পারমাণবিক মজুদ হ্রাস কিংবা উৎপাদন বন্ধ করেছে।’
ওই কর্মকর্তা আরো বলেন, ‘উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে প্রতারিত করার চেষ্টা করছে, এর স্পষ্ট প্রমাণ রয়েছে।’