মায়ানমার পার্লামেন্টের কাছে ড্রোন উড়িয়ে গ্রেফতার এক ফরাসী পর্যটক৷ সোমবার এই তথ্য প্রকাশ করেছেন, ফরাসী দূতাবাস এবং স্থানীয় পুলিশ৷ ২৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম আর্থার৷ পার্লামেন্টের কাছে ড্রোন ওড়ায়, মায়ানমারে যা অবৈধ, আর এই অপরাধেই তাকে গ্রেফতার করা হয়৷
প্রসঙ্গত, এই একই কাজ করায় ২০১৭ সালে তিন সাংবাদিক এবং তাদের গাড়ির চালকের জেল হয়৷ সিঙ্গাপুরের লাও হন মেং এবং মালয়েশিয়ার মক চয় লিন একটি ডকুমেন্টারির কাজ করছিলেন৷
স্থানীয় সংবাদ মাধ্যম ধৃত আর্থারের পাসপোর্টের তথ্য, তার ড্রোনের ছবি প্রকাশ করে৷ ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়৷
সংবাদ সংস্থা এওফপি-কে পুলিশ আধিকারিক মিন তিন জানান, আর্থার দোষী প্রমাণিত হলে তার তিন বছরের জেল হতে পারে৷ তবে এখনও পর্যন্ত এটা স্পষ্ট নয় কেন আর্থার পার্লামেন্টের কাছে ড্রোন ওড়াচ্ছিলেন৷