ড্র’র দিকে এগোচ্ছে প্রথম ম্যাচ। তৃতীয় দিন শেষে সমানে সমান লড়ছে শ্রীলঙ্কা ‘এ’ দল আর বাংলাদেশ ‘এ’ দল। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথম চারদিনের ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নেয়া লঙ্কান ‘এ’ দল প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪৪৯ রান করে ইনিংস ঘোষণা করে।
দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওপেনার থিতু হতে পারেনি উইকেটে। সৌম্য সরকার ১৭ বলে ২১ রান করে আউট হওয়ার পরই ১ রানে বোল্ড হয়ে ফেরেন সাদমান ইসলাম।
প্রত্যাশার চাপে থাকা তুষার ইমরানও দেখাতে পারেন নি ব্যাটিং ঝলক। ৬৩ বলে করেন মাত্র ২৫ রান। এরপরই শুরু হয় বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং শো। অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত আর সাব্বির রহমান হাল ধরেন দলের।
দুজনের ব্যাট থেকেই আসে শতক। মোসাদ্দেক আগে আউট হলেও খেলেন ২৪৩ বলে ১৩৫ রানের ইনিংস।
জাতীয় দল থেকে বাদ পড়া সাব্বিরও নিজেকে প্রমাণ করার সুযোগ আর হাতছাড়া করেন নি। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগেই পূর্ণ করেন শত রান। ২৫৭ বলে অপরাজিত আছেন ১৪৪ রানে। সাব্বিরের সাথে ৭১ বলে ২৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন জাকির হোসেন।
বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ৩৬০ রান। লঙ্কানদের হয়ে ১ উইকেট করে নেন নিসালা থারাকা, চারিথ আসালাঙ্কা, প্রভাথ জয়সুরিয়া আর লাকসান সান্দাকান।