পাশ্চাত্যের সঙ্গে ইরানের নতুন পরমাণু সমঝোতা রক্ষার লক্ষ্যে একটি প্যাকেজ প্রস্তাবের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি শুক্রবার এ কথা জানিয়েছেন।
ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী তিন দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানী এই প্যাকেজ প্রস্তাব তৈরি করেছে।
মোগেরিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর শীর্ষ নেতাদের ভোটে শুক্রবার এ প্যাকেজ প্রস্তাব অনুমোদন হয়েছে। ব্রাসেলসে ইইউ’র শীর্ষ নেতাদের দুইদিনব্যাপী বৈঠকের শেষদিন এ ভোটাভুটি হয়।
তিনি জানান, আগামী দুইদিনের মধ্যে প্যাকেজ প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে ইউরোপের পক্ষ থেকে ইরানের কাছে হস্তান্তর করা হবে।