বিশেষ চাহিদাসম্পন্ন (অটিজম আক্রান্ত) শিশুদের জন্য কাজের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে দক্ষিণপূর্ব এশিয়ার চ্যাম্পিয়ন পুরস্কার অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে মন্ত্রিসভা।
গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে অভিনন্দন জানানো হয়েছে। এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, জনস্বাস্থ্য উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ব স্বাস্থ্যসংস্থার (ডব্লিউএইচও) সাউথ-ইস্ট এশিয়ান রিজিয়ন অ্যাওয়ার্ড ফর ‘এক্সিলেন্স ইন পাবলিক হেলথ’ পুরস্কার পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা। তার এ অর্জনে মন্ত্রিপরিষদ সায়মা হোসেনকে অভিনন্দন জানিয়েছে।