ডিএমপি নিউজঃ নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচনের আবারো জয়ের ব্যাপারে আশাবাদী বর্তমান প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। তিনি লেবার পার্টি থেকে নির্বাচনের প্রতিযোগিতা করছেন।
করোনা ভাইরাসের বিস্তার রোধে জেসিন্ডার নেওয়া কার্যকরী সাহসী ভূমিকা সারা বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসীত হয়। ফলশ্রুতিতে, তার জনপ্রিয়তা দেশটিতে অনেক বেড়ে যায়। বিভিন্ন নির্বাচনী জরিপে তার এগিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া যায়।
দেশটিতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সাধারণ নির্বাচন সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এক মাস পিছিয়ে দেওয়া হয়।