কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন ফরাসি ক্লাব পিএসজি অধ্যায় শেষে ফিরে এসেছেন পুরনো ঠিকানা জুভেন্টাসে। বৃহস্পতিবার বুফন তুরিনে পৌঁছান এবং মেডিক্যাল চেক-আপও করেন। তিনি জুভন্টাসে যোগ দিয়েছেন ফ্রি ট্রান্সফার ফিতে।
২০১৮-১৯ মৌসুমে ১২ মাসের জন্য তুরিনের বুড়িদের ছেড়ে পিএসজিতে যোগ দেন এই ইতালিয়ান গোলরক্ষক। মেয়াদ শেষ হওয়ার পর গত ৫ জুন ঘোষণা দেন পার্ক দ্য প্রিন্সেস ছাড়ার। তখন গুঞ্জন ওঠেছিল অবসরে যেতে পারেন বুফন। তবে বুট জোড়া তুলে রাখার পরিকল্পনা বাদ দিয়ে পরের মৌসুমের জন্য পুনরায় জুভদের গোলপোস্ট সামলানোর দায়িত্ব নিয়েছেন এই ৪১ বছর বয়সী গোলরক্ষক।
পিএসজিতে যাওয়ার আগে টানা ১৭ বছর জুভেন্টাসে কাটিয়েছেন বুফন। সিরি’আ লিগে আর মাত্র ৮ ম্যাচ মাঠে নামলেই সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন তিনি। ৬৪৭ ম্যাচ খেলে এখন পযর্ন্ত রেকর্ডটি অক্ষত রেখেছেন সাবেক আজ্জুরি ডিফেন্ডার পাওলো মালদিনি।