পুলিশের সেবায় সুস্থ হয়ে উঠে পুলিশের গাড়ি নিয়েই চম্পট দিল যুবক! ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঞ্চলের। পুলিশ জানিয়েছে, গত ৮ ফেব্রুয়ারি শুক্রবার মাত্রারিক্ত মাদক সেবন করে অসুস্থ হয়ে পড়েছিল বছর পঁচিশের জেরেমি ডেভিস। খবর পেয়ে ওহাইও অঞ্চলের বাসিন্দা সেই যুবককে বাঁচানোর চেষ্টা চালান। এরপর তিনি স্থানীয় পুলিশ বিভাগকে খবর দেন। ওই যুবকের নাকের মধ্যে একটি স্প্রে করে মাদকের প্রভাব কাটিয়ে প্রাথমিক বিপদ কাটানো হয়। তারপর ওই যুবককে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় স্টেশনে নেওয়া হয়।
এরপর তার উপর বিশেষভাবে নজর রাখা হয়। হঠাৎই ওই ব্যক্তি অ্যাম্বুলেন্স থেকে ঝাঁপ দিয়ে কাছেই দাঁড়িয়ে থাকা একটি পুলিশের গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। প্রবল বেগে গাড়ি চালিয়ে দু’মাইল যাওয়ার পরে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারে সেটি। যদিও তাতে খুব বেশি আহতও হয়নি সেই যুবক। তারপর রীতিমতো পায়ে হেঁটেই গা ঢাকা দেয় সে।
ওই ব্যক্তিকে ধরার জন্য উঠেপড়ে লেগেছে ওহাইও এলাকার পুলিশ। জেরেমির নামে আগে থেকেই কোনও গ্রেফতারি পরোয়ানা আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।