দেশ মাতৃকা ও জনসেবায় নিয়োজিত কনস্টবল মোঃ আবুল হোসেন আজাদ এর এই অকাল প্রয়াণে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার), পুলিশ সুপার, নারায়ণগঞ্জ জেলা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোক বার্তায় বলা হয়, এই বীর পুলিশ সদস্য ‘কোভিড-১৯’এ আক্রান্ত হওয়ার পূর্ব মুহুর্ত পর্যন্ত জননিরাপত্তা ও দেশ সেবায় নিয়োজিত ছিলেন। তিনি ১৯৬৯ খ্রি: নেত্রকোণা জেলায় জন্ম গ্রহণ করেন। ১৯৮৭ খ্রি: বাংলাদেশ পুলিশে যোগদান করার পর তার উপর অর্পিত সকল রাষ্ট্রীয় ও সরকারী দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। তিনি চাকুরী জীবনে মাদারীপুর, ময়মনসিংহ, খাগড়াছড়ি ও আরআরএফ, ঢাকায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের আজমপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
কনস্টবল মোঃ আবুল হোসেন আজাদ এর মত একজন সম্মুখ যোদ্ধার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ গর্বিত ও গভীরভাবে শোকাহত। তাঁর এমন আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের দপ্তর সম্পাদক ও ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) আর এম ফয়জুর রহমান পিপিএম এক শোক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।