ডিএমপি নিউজ: ‘কোন পুলিশ সদস্য কর্তৃক নিরীহ জনসাধারণ নিষ্পেষিত হলে সেই পুলিশ সদস্যকেও আইনগতভাবে তার চেয়ে বেশী নিষ্পেষিত করা হবে’ বলে পুলিশ সদস্যদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।
তেজগাঁও বিভাগের আওতাধীন থানাগুলোতে শতভাগ আইনগত সেবা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ কর্মকর্তাদেরকে দেশ ও দেশের মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার জন্য আহবান জানান তিনি।
আজ ১৮ ডিসেম্বর’২০১৯ ইং দুপুর ১২.০০ টায় শেরেবাংলা নগর থানা ভবনে অবস্থিত কনফারেন্স রুমে তেজগাঁও বিভাগে কর্মরত এএসআই ও এসআইদের উপস্হিতিতে ‘সততা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা ও প্রতিবন্ধকতা দূরীকরণে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন ডিসি তেজগাঁও ।
তেজগাঁও বিভাগের আওতাধীন ছয়টি থানা যথাক্রমে তেজগাঁও, তেজগাঁও শিল্পানচল, মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর ও হাতিরঝিল।