ডিএমপি নিউজ: দেশ মাতৃকা ও জনসেবায় নিয়োজিত কনস্টবল মোঃ আতিয়ার রহমান এর অকাল প্রয়াণে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার), পুলিশ সুপার, নারায়ণগঞ্জ জেলা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোক বার্তায় বলা হয়, এই বীর পুলিশ সদস্য ‘কোভিড-১৯’ এ আক্রান্ত হওয়ার পূর্ব মুহুর্ত পর্যন্ত জননিরাপত্তা ও দেশ সেবায় নিয়োজিত ছিলেন। তিনি ১৯৬২ খ্রি: ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮৪ খ্রি: বাংলাদেশ পুলিশে যোগদান করার পর তার উপর অর্পিত সকল রাষ্ট্রীয় ও সরকারী দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। তিনি চাকুরী জীবনে নরসিংদী জেলা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, টাঙ্গাইল জেলা, শরিয়তপুর জেলা ও রাঙ্গামাটি পার্বত্য জেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি মানিকগঞ্জ জেলার পুলিশ কন্ট্রোলরুমে কর্মরত ছিলেন।
কনস্টবল মোঃ আতিয়ার রহমান এর মত একজন সম্মুখ যোদ্ধার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ গর্বিত ও গভীরভাবে শোকাহত। তাঁর এমন আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের দপ্তর সম্পাদক ও ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) আর এম ফয়জুর রহমান পিপিএম আজ এক শোক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।