ডিএমপি নিউজ: ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ছয় দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৩। এবারের পুলিশ সপ্তাহের অন্যতম কর্মসূচি হিসেবে ৪র্থ দিনে বাংলাদেশ পুলিশের আইন-শৃঙ্খলা সংক্রান্তে বিশেষ ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৬ জানুয়ারি ২০২৩ খ্রি.) সারা দিনব্যাপী নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার সুবর্নগ্রাম রিসোর্টে বাংলাদেশ পুলিশের এই বিশেষ ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কর্মসূচির দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম। সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম। এছাড়াও অতিরিক্ত আইজিপি ও ডিআইজিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
কনফারেন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি র্যাফেল ড্র প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।