ডিএমপি নিউজ: বাংলাদেশ পুলিশ এর পুলিশ সুপার পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান ও র্যাবের উপ-পরিচালক (পুলিশ সুপার) মাকসুদা আকতার খানম, পিপিএম কে পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (টিআর) হিসেবে পদায়ন করা হয়েছে।
৬ জানুয়ারি ২০২২ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।