ডিএমপি নিউজঃ ‘পুলিশ সেবা সপ্তাহ’ ২০১৯ উপলক্ষে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে খিলক্ষেত থানা পুলিশ।
৩০ জানুয়ারি, ২০১৯ খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এর ৫ নং রোডস্থ নিকুঞ্জ কল্যান সমিতির মাঠে খিলক্ষেত থানার উদ্যোগে পুলিশ ব্লাড ব্যাংক এর সহায়তায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে থানা পুলিশের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান করেন বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র ও সর্বসাধারণ। সবমিলিয়ে মোট ৪৩ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
বাংলাদেশ পুলিশের এই মহৎ উদ্যোগ সকল মহলে সমাদৃত হয়েছে এবং প্রশংসা অর্জন করেছে।
উল্লেখ্য যে, ২৭ জানুয়ারি ২০১৯ হতে শুরু হওয়া ‘পুলিশ সেবা সপ্তাহ’ ২০১৯ আগামী ২ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত চলবে ।