ডিএমপি নিউজঃ ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এ স্লোগান নিয়ে ‘পুলিশ সেবা সপ্তাহ-২০১৯’ উপলক্ষে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার্স।
আজ (৩০ জানুয়ারি) বুধবার সকাল ১১ টায় র্যালীটি উত্তরা এপিবিএন হেডকোয়ার্টার্স এর সামনে থেকে বের হয়ে ঢাকা ময়মনসিংহ রোডের ফিলিং স্টেশনের সামনে দিয়ে ১১ এপিবিএন প্রদক্ষিণ করে এপিবিএন প্যারেড মাঠে গিয়ে শেষ হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অতিরিক্ত আইজিপি সিদ্দিকুর রহমান বিপিএম সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যগণ।
এসময় আইজিপি সিদ্দিকুর রহমান বিপিএম বলেন-পুলিশ জনগণের পরিক্ষিত বন্ধু। প্রতিষ্ঠালগ্ন থেকেই পুলিশ মানুষের সেবা করে যাচ্ছে। তিনি জঙ্গি, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও ভেজাল মুক্ত বাংলাদেশ গড়ায় এপিবিএনকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহবান জানান।
উল্লেখ্য যে, ২৭ জানুয়ারি ২০১৯ হতে শুরু হওয়া ‘পুলিশ সেবা সপ্তাহ’ ২০১৯ আগামী ২ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত চলবে ।