ডিএমপি নিউজঃ ‘পুলিশ সেবা সপ্তাহ’ ২০১৯ উদযাপন উপলক্ষে চতুর্থ দিনের কর্মসূচিতে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে এক বর্ণাঢ্য র্যালী ও ওপেন হাউজ ডে এর আয়োজন করেছে খিলগাঁও থানা পুলিশ।
৩০ জানুয়ারি, ২০১৯ বেলা ১১.৩০ টায় এ র্যালী শুরু হয়। র্যালীটি খিলগাঁও থানা গেট হতে পল্লীমা সংসদ পর্যন্ত গিয়ে পুনরায় থানায় এসে শেষ হয়। র্যালীটিতে খিলগাঁও থানা পুলিশের পাশাপাশি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
র্যালীতে পুলিশের সেবা সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও পোস্টার, ব্যানার ফেস্টুন প্রদর্শন করা হয়।
এছাড়াও বেলা ১২.৩০ টায় খিলগাঁও থানা কম্পাউন্ডে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পুলিশের কর্মকর্তাগণ নারী ও শিশু বান্ধব পুলিশিং সেবা, কমিউনিটি পুলিশিং এর সুফল, ৯৯৯ সেবা, বিডি পুলিশ হেল্পলাইন, অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা কিভাবে আরো দ্রুত জনগনের দ্বারপ্রান্তে পৌঁছানো যায়, এই সংক্রান্তে আলোচনা করেন। পুলিশিং সেবা সহজতর করার লক্ষ্যে উপস্থিত জনতার পক্ষ হতে পরামর্শ গ্রহণ করা হয়।
উল্লেখ্য যে, ২৭ জানুয়ারি ২০১৯ হতে শুরু হওয়া ‘পুলিশ সেবা সপ্তাহ’ ২০১৯ আগামী ২ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত চলবে ।