ডিএমপি নিউজঃ চলছে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯। আজ ৫ম দিনেও ট্রাফিক পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ ও ট্রাফিক সচেতনতামুলক কার্যক্রম চালিয়েছে ট্রাফিক উত্তর বিভাগ।
এই কার্যক্রমের অংশ হিসেবে আজ (৩১ জানুয়ারি, ২০১৯ বৃহস্পতিবার) ট্রাফিক উত্তর বিভাগের মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন এবং মটরযান আইন’ সম্পর্কে চালক ও শ্রমিকদের সচেতন করার লক্ষ্যে সকাল ১১ টায় মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দসহ প্রায় ৪ শতাধিক চালক ও হেলপারদের উপস্থিতিতে ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে ট্রাফিক নিয়ম কানুন সম্পর্কে অবহিত করা হয়।
ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার চালক ও শ্রমিকদের উদ্দেশ্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধুমাত্র বাসস্টপেজে যাত্রী উঠানামা করানো এবং বাসস্টপেজ ছাড়া গাড়ির দরজা না খোলার জন্য বলেন।
এছাড়াও বাস টার্মিনাল, বাস স্টপেজ এলাকা ও বাজার এলাকায় জনসাধারণ, যানবাহনের মালিক ও শ্রমিকদের মাঝে ট্রাফিক গাইডবুক, লিফলেট বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, ২৭ জানুয়ারি ২০১৯ হতে শুরু হওয়া ‘পুলিশ সেবা সপ্তাহ’ ২০১৯ আগামী ২ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত চলবে ।