ডিএমপি নিউজঃ চলছে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯। আজ চতুর্থ দিনেও ট্রাফিক পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ ও ট্রাফিক সচেতনতামুলক কার্যক্রম চালিয়েছে ট্রাফিক পশ্চিম বিভাগের পল্লবী ট্রাফিক জোন।
৩০ জানুয়ারি, ২০১৯ বুধবার রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্ত্বর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং সমাজের বিভিন্ন পেশাজীবীদের নিয়ে ট্রাফিক নিয়ম-কানুন সম্পর্কে সচেতন করা হয়।
এই কার্যক্রমের অংশ হিসেবে মিরপুর-১৩ গ্লোরী স্কুল এন্ড কলেজের শিক্ষকদের সহায়তায় ২০০-২৫০ শিক্ষার্থীর উপস্থিতিতে ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে ট্রাফিক নিয়ম কানুন সম্পর্কে অবহিত করা হয়। মিরপুর-১০ গোলচত্বর ওভারব্রীজ এলাকায় রাস্তা পারাপারে ফুটওভারব্রীজ, আন্ডারপাস ও জেব্রা ক্রসিং ব্যবহারে প্রায় ৫০০/৬০০ জন জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়। মিরপুর অরিজিনাল ১০ নং মোড় এলাকায় প্রায় ৭০ জন জনসাধারণ, যানবাহনের মালিক ও শ্রমিকদের মাঝে ট্রাফিক গাইডবুক, লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক পশ্চিম) লিটন কুমার সাহা পিপিএম-বার, অতিঃ পুলিশ কমিশনার (ট্রাফিক মিরপুর) আবু তোরাব মোঃ শামসুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (পল্লবী ট্রাফিক জোন) ইয়াসমিন সাইকা পাশা’র উপস্থিতিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, সাংবাদিক ও সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, ২৭ জানুয়ারি ২০১৯ হতে শুরু হওয়া ‘পুলিশ সেবা সপ্তাহ’ ২০১৯ আগামী ২ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত চলবে ।