ডিএমপি নিউজঃ শ্যামপুর মডেল থানার উদ্যোগে ‘পুলিশ সেবা সপ্তাহ’ ২০১৯ উদযাপন উপলক্ষে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ র্যালী শ্যামপুর মডেল থানার জুরাইন শেখ কামাল উচ্চ বিদ্যলয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় জুরাইন শেখ কামাল স্কুলে শেষ হয়।
৩১ জানুয়ারি, ২০১৯ বেলা ১১.০০ টায় এ র্যালী শুরু হয়ে বেলা ১২.৩০ টায় শেষ হয়। র্যালীতে ওয়ারী বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, স্থানীয় সংসদ সদস্য জনাব আবু হোসেন বাবলা, সাবেক সংসদ সদস্য জনাব এ্যাডভোকেট সানজিদা খানম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ, সুধীজন এবং সমাজের বিভিন্ন স্তরের প্রায় ১০০০/১১০০ জনসাধারণ র্যালীতে অংশগ্রহণ করেন।
র্যালীতে পুলিশের সেবা সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও পোস্টার, ব্যানার ফেস্টুন প্রদর্শন করা হয়। এ সময়ে উপস্থিত সকলকে ট্রাফিক নিয়ম-কানুন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাস্তা পারাপারে ফুট ওভারব্রীজ, আন্ডারপাস, জেব্রা ক্রসিং ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়।
র্যালী শেষে জুরাইন শেখ কামাল উচ্চ বিদ্যলয়ের মাঠে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পুলিশের কর্মকর্তাগন নারী ও শিশু বান্ধব পুলিশিং সেবা, কমিউনিটি পুলিশিং এর সুফল, ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রদত্ত সেবা, মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি, বাল্য বিবাহ বন্ধ, ইভটিজিং, জঙ্গিবাদ সম্পর্কিত বিভিন্ন সচেতনতা মুলক আলোচনা করেন। পুলিশিং সেবা সহজতর করার লক্ষ্যে উপস্থিত সকল স্তরের জনসাধারনের পক্ষ হতে পরামর্শ গ্রহণ করা হয়।