‘পুলিশ সেবা সপ্তাহ’ ২০১৯ উদযাপন উপলক্ষে তৃতীয় দিনের কর্মসূচিতে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে বংশাল থানা পুলিশ।
২৯ জানুয়ারি, ২০১৯ বেলা ১১.০০ টায় এ র্যালী শুরু হয়ে বেলা ১২.০০ টায় শেষ হয়। র্যালীটি সুরীটোলা স্কুল হতে শুরু হয়ে বংশাল ক্রসিং, তাঁতীবাজার, ইংলিশ রোড় হয়ে বংশাল থানার সামনে এসে শেষ হয়। লালবাগ বিভাগের ঊর্ধ্বতন কর্মকতাসহ কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ, সুধীজন ও শিক্ষক র্যা লীতে অংশগ্রহণ করেন।
র্যালীতে পুলিশের সেবা সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও পোস্টার, ব্যানার ফেস্টুন প্রদর্শন করা হয়। এ সময়ে ট্রাফিক নিয়ম-কানুন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাস্তা পারাপারে ফুট ওভারব্রীজ, আন্ডারপাস, জেব্রা ক্রসিং ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়।
র্যালী শেষে বংশাল থানা কম্পাউন্ডে ফজলুল করীম কমিউনিটি সেন্টারে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পুলিশের কর্মকর্তাগণ নারী ও শিশু বান্ধব পুলিশিং সেবা, কমিউনিটি পুলিশিং এর সুফল, ৯৯৯ সেবা, বিডি পুলিশ হেল্পলাইন, অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা কিভাবে আরো দ্রুত জনগনের দ্বারপ্রান্তে পৌঁছানো যায়, এই সংক্রান্তে আলোচনা করেন। পুলিশিং সেবা সহজতর করার লক্ষ্যে উপস্থিত জনতার পক্ষ হতে পরামর্শ গ্রহণ করা হয়।
উল্লেখ্য যে, ২৭ জানুয়ারি ২০১৯ হতে শুরু হওয়া ‘পুলিশ সেবা সপ্তাহ’ ২০১৯ আগামী ২ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত চলবে ।