ডিএমপি নিউজঃ ‘পুলিশ সেবা সপ্তাহ’ ২০১৯ উদযাপন উপলক্ষে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে ডিএমপি’র সূত্রাপুর থানার উদ্যেগে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি সূত্রাপুর থানাধীন কসমোপলিটন স্কুল এন্ড কলেজ থেকে শুরু হয়ে সূত্রাপুর থানা কম্পাউন্ডে এসে শেষ হয়।
৩১ জানুয়ারি, ২০১৯ বেলা ১১.৩০ টায় র্যালী শুরু হয়ে বেলা ১১.৩০ টায় শেষ হয়। র্যালীতে কোতয়ালী, চকবাজার ও লালবাগ জোনের ঊর্ধ্বতন কর্মকতাসহ কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ, সুধীজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রীসহ প্রায় ১১০০/১২০০ জনসাধারণ অংশগ্রহণ করেন। র্যালীতে পুলিশের সেবা সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও পোস্টার, ব্যানার ফেস্টুন প্রদর্শন করা হয়।
এ সময়ে শিক্ষকদের সহযোগিতায় ছাত্র-ছাত্রীদের ট্রাফিক নিয়ম-কানুন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাস্তা পারাপারে ফুট ওভারব্রীজ, আন্ডারপাস, জেব্রা ক্রসিং ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়।
র্যালী শেষে সূত্রাপুর থানা কম্পাউন্ডে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পুলিশের কর্মকর্তাগন নারী ও শিশু বান্ধব পুলিশিং সেবা, কমিউনিটি পুলিশিং এর সুফল, ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রদত্ত সেবা, অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা কিভাবে আরো দ্রুত জনগনের দ্বার প্রান্তে পৌছানো যায়, এই সংক্রান্তে আলোচনা করেন। পুলিশিং সেবা সহজতর করার লক্ষ্যে উপস্থিত জনতার পক্ষ হতে পরামর্শ গ্রহণ করা হয়।
উল্লেখ্য যে, ২৭ জানুয়ারি ২০১৯ হতে শুরু হওয়া ‘পুলিশ সেবা সপ্তাহ’ ২০১৯ আগামী ২ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত চলবে ।