ডিএমপি নিউজঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ঢাকার মিরপুর-১৪ তে অবস্থিত বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে (৭ ব্যাচ) Master of Applied Criminology and Police Management (MACPM) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা, নন-পুলিশ কর্মকর্তা (ক্যাডার/নন-ক্যাডার সিভিল কর্মকর্তা, সামরিক কর্মকর্তা এবং পেশাজীবী) যাদের নিম্নবর্ণিত যোগ্যতা রয়েছে তাঁরাই উক্ত মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
ভর্তির যোগ্যতা: পুলিশ পরিদর্শক এবং তদুর্ধ্ব কর্মকর্তাদের ২ বছরের চাকুরির অভিজ্ঞতা, নন-পুলিশ কর্মকর্তাদের জন্য ৩ বছরের চাকুরির অভিজ্ঞতা ও মাস্টার্স ডিগ্রী অথবা ৪ বছরের স্নাতক (সম্মান) ডিগ্রী।
আবেদনের সময়কাল: ১০ নভেম্বর ২০২২ খ্রি.।
ভর্তি ফরম জমা দেয়ার শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২২ খ্রি.; বিকাল ৪টা পর্যন্ত। যা বর্ধিত করে ১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত করা হয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ভর্তির ফরম www.psc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
যোগাযোগ: MACPM অফিস, কক্ষ নম্বর-৪০৮, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ, মিরপুর-১৪, ঢাকা-১২০৬।
বিস্তারিত- ভর্তি বিজ্ঞপ্তিতে দেখুন