ঢাকা-আসাম প্রীতি হ্যান্ডবল সিরিজের তৃতীয় ম্যাচেও হার মেনেছে সফরকারী আসাম দল।
আজ বিকেলে শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের মুখোমুখি হয় আসাম হ্যান্ডবল দল। ম্যাচে ২৭-১২ গোলের বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা।
পুলিশ হ্যান্ডবল দলের পক্ষে সোহাগ-১০টি, রাসেল ছয়টি এবং আসাম হ্যান্ডবল দলের পক্ষে অভিষেক চারটি এবং দিপজ্যোতি চারটি করে গোল করেন।
আগামীকাল সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ আনসার ও ভিডিপি দলের বিপক্ষে খেলবে আসাম হ্যান্ডবল দল।
আসাম দল প্রথম ম্যাচে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাছে ২৩-২২ ব্যবধানে হার মানে। এরপর বাংলাদেশ আনসারের কাছে হার মানে ৩৪-১৯ ব্যবধানে।