ব্রেক্সিটের পর কাজ এবং থাকার অধিকার নিয়ে অনিশ্চয়তায় বিশেষ করে অনেক পূর্ব ইউরোপীয় চলে যাচ্ছেন এবং আসছেন কম।
বিবিসির এক প্রতিবেদনে বলা হচ্ছে, ২০১৬ সালে ১১৭,০০০ মানুষ ব্রিটেন ছেড়ে চলে গেছেন যাদের সিংহভাগই ইউরোপীয় নাগরিক। এই সংখ্যা ২০১৫ সালের চেয়ে ৩১,০০০ বেশি।
ব্রিটেনের সরকারী পরিসংখ্যান বিভাগ এই তথ্য প্রকাশ করেছে। বৃহস্পতিবারের সরকারি এই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে, ব্রিটেনে তাদের ভবিষ্যৎ নিয়ে ইউরোপীয় নাগরিকরা ভরসা হারাচ্ছেন।
অভিবাসনের কারণে সাম্প্রতিক সময়ে প্রতিবছর গড়ে যত মানুষ ব্রিটেনে আসে সে সংখ্যাও আগের বছর অর্থাৎ ২০১৫ সালের তুলনায় ৮৪,০০০ কম।
২০০৫ সালে পূর্ব ইউরোপ ইইউতে ঢোকার পর যে দেশ থেকে ব্রিটেনে সবচেয়ে বেশি মানুষ কাজ করতে এবং থাকতে আসে, সেই পোল্যান্ড থেকে গত বছর ২৫,০০০ কম মানুষ এসেছে। অনিশ্চয়তার কারণে অনেকে দেশে ফিরছে অথবা ইউরোপের অন্য দেশে চলে যাচ্ছে।
তবে ইউরোপ থেকে অভিবাসনের মাত্রা কমলেও ২০১৬ সালে ব্রিটেনে নতুন করে ২৪৮০০০ হাজার মানুষ যোগ হয়েছে। তবে এই সংখ্যা আগের বছরের তুলনায় ৮৪,০০০ কম। -বিবিসি