ডিএমপি নিউজ: রাজধানীর পল্লবী এলাকায় পৃথক অভিযানে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোছাঃ আছিয়া বেগম ও মোঃ হাসান।
গাঁজা উদ্ধার ও গ্রেফতার সম্পর্কে পল্লবী থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম, পিপিএম(বার) ডিএমপি নিউজকে জানান, মঙ্গলবার (৭ জুন ২০২২) থানার এসআই মোঃ আনোয়ারুল ইসলাম ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন সংবাদ পান যে, পূর্ব কুর্মিটোলা ক্যাম্প এলাকায় একজন মাদককারবারি মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ রাত সাড়ে দশটায় এক কেজি গাঁজাসহ মোছাঃ আছিয়া বেগমকে গ্রেফতার করেন তিনি।
তিনি বলেন, অপর এক অভিযানে বুধবার (৮ জুন ২০২২) বিকাল ০৪:৫০ টায় পল্লবীর ওয়াপদা বিল্ডিংয়ের সামনের রাস্তা থেকে এককেজি গাঁজাসহ মোঃ হাসানকে গ্রেফতার করেন ছিনতাই প্রতিরোধ ডিউটিতে থাকা এসআই মোঃ মাহমুদুল হাসান।
থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় মোঃ হাসানের নামে পল্লবী থানায় আরো দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে, যোগ করেন ওসি পল্লবী।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।