ডিএমপি নিউজ: রাজধানীর দয়াগঞ্জ ও রামকৃষ্ণ মিশন রোডে পৃথক অভিযান পরিচালনা করে ১৮৭০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মেহেদী হাসান লিয়ন ও মনজুর আলম।
ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস.এম শামীম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওয়ারী বিভাগের ডিসি স্যারের নির্দেশনায় আমরা গুরুত্বপূর্ণ সময়ে সন্দেহজনক কিছু স্থানে চেকপোস্ট চলমান রাখি, রাতে আমার নাইট ডিউটি ছিলো এবং চেকপোস্ট কার্যক্রম যথাযথভাবে চলমান রাখা হয়। চেকপোস্ট চলাকালীন বুধবার সকাল সাতটায় গেন্ডারিয়ার দয়াগঞ্জ চৌরাস্তা থেকে ২৭০ পিস ইয়াবাসহ মেহেদী হাসান লিয়নকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, দিনের অপর অভিযানে সকাল আটটায় ওয়ারীর রামকৃষ্ণ মিশন রোডে অভিযান পরিচালনা করে ১৬০০ পিস ইয়াবাসহ মনজুর আলমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত উভয়ের বিরুদ্ধে ডিএমপির গেন্ডারিয়া ও ওয়ারী থানায় পৃথক মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে মর্মে যোগ করেন তিনি।
এই মাদক কারবারিদের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতার করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।