বিশ্ব ব্রহ্মাণ্ডে গ্রহ-নক্ষত্রের কোনও শেষ নেই। প্রতিনিয়ত কোনও না কোনও নতুন গ্রহ খুঁজে ফিরছেন গবেষকরা। ফের খোঁজ পাওয়া গেল আর এক গ্রহের, যা সৌরজগতের বাইরে হলেও আকারে একেবারে পৃথিবীর মত।
৫৩ আলোকবর্ষ দূরে থাকা এক নক্ষত্রকে প্রদক্ষিণ করছে ওই গ্রহ। একই সিস্টেমে নেপচুনের আকারের একটি গ্রহ রয়েছে বলেও জানা গিয়েছে। অ্যাস্ট্রোফিজিক্স জার্নাল লেটারস পত্রিকায় সেই গবেষনার কথা প্রকাশিত হয়েছে।
মার্কিন গবেষক জোহানা তেসকে বলেন, এই গবেষণা শুরু হয়েছিল ঠিক বছরখানেক আগে আর এক বছরের মধ্যেই এই যুগান্তকারী আবিস্কারে বিজ্ঞানীরা অত্যন্ত খুশি।
The Transiting Exoplanets Survey Satellite (TESS) সংস্থাটি এই গবেষণার উদ্যোক্তা। মাটিতে থাকা টেলিস্কোপ ও বেশ কিছু সরঞ্জামের সাহায্যে এই গবেষণা করা হয়েছে। মঙ্গলবার নাসার তরফ থেকে ট্যুইট করে এই গ্রহ আবিস্কারের কথা জানানো হয়।
এই গ্রহ যে নক্ষত্রের চারপাশে ঘুরছে, সেটির ভর সূর্যের ৮০ শতাংশ। আর গ্রহটির ভর পৃথিবীর ২৩ গুণ বেশি। এর পরিধি ২.৭ গুন বেশি। তবে এই গ্রহ পাথুরে নয়। মাত্র আটদিনেই এটি নক্ষত্রের চারপাশে ঘুরে আসে।