পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ারের একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণে শিক্ষক-শিক্ষার্থীসহ ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৭০ জন। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে পেশাওয়ারের দির কলোনির কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, পেশোয়ারের দির কলোনির মাদ্রাসায় প্রতিদিনের মতো আজ সকালেও কোরাআনের ক্লাস চলছিল। এসময়র হঠাৎ করে বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা গেছে, এলাকায় একটি পরিত্যক্ত ব্যাগে কিছু বিস্ফোরক ছিল। আর সেই বিস্ফোরক থেকেই এই ঘটনা ঘটেছে।