পর পর বিস্ফোরণে কেঁপে উঠল পেশোয়ারের রিং রোড এলাকা ৷ পাকিস্তানের প্রথম সারির খবরের কাগজ ডন জানাচ্ছে শুক্রবার রিং রোড এলাকার এমএমসি হাসপাতালের কাছে ঘটে বিস্ফোরণটি ৷
বিস্ফোরণে এক পুলিশ কর্মী মারা গিয়েছে ৷ আহত হয়েছেন পাঁচ জন ৷ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধার বাহিনী৷ আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে লেডি রিডিং হাসপাতালে৷ এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷
স্থানীয় প্রশাসন সূত্রে খবর বিস্ফোরণের পিছনে কোন জঙ্গি সংগঠনের হাত থাকতে পারে৷ তবে এখনও পর্যন্ত কোন জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি৷ এদিকে অসর্মথিত সূত্রে খবর, জঙ্গিরা শক্তিশালী বিস্ফোরক পদার্থ ব্যবহার করেছে৷ এদিকে পুলিশের দাবি বিস্ফোরণে ২ জন আহত হয়েছেন৷ গত তিন দিনে এই নিয়ে পুলিশ ভ্যানের উপর দুবার হামলা হল৷