পোপ ফ্রান্সিসকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র কিম ইউই কিওম।
জানা গেছে, কিম জং উনের হয়ে পোপ ফ্রান্সিসের কাছে সেই আমন্ত্রণ বার্তা নিয়ে যাবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাবেন মুন। ওই সফরে পোপের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
এর আগে কোনো পোপ উত্তর কোরিয়া সফরে যাননি। সাবেক পোপ জন পল দ্বিতীয়কে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। ভ্যাটিকান সিটির সঙ্গে দেশটির কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই।