ডিএমপি নিউজ : রাজাধানীর পোস্তগোলা ব্রিজের সংস্কার কাজ শুরুর প্রেক্ষিতে ঢাকা মহানগর ও পার্শ্ববর্তী জেলার ট্রাফিক ব্যবস্থাপনা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের কার্যালয়ে কনফারেন্স কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম। সভায় বিভিন্ন জেলা থেকে ঢাকায় প্রবেশকারী যানবাহনসমূহের ডাইভারশন এবং ঢাকা থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে চলাচলকারী পরিবহনের রুটের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় পোস্তগোলা ব্রিজের সংস্কার কাজের বিষয়ে ব্যাপকভাবে প্রচারণার চালানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। স্বল্প সময়ের মধ্যে আরও বড় আঙ্গিকে সমন্বয় সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা, নারায়ণগঞ্জ জেলা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-ওয়ারী বিভাগ, ট্রাফিক-লালবাগ বিভাগ, ট্রাফিক-মতিঝিল বিভাগ এবং ওয়ারী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।