দীর্ঘদিনের সব জল্পনার অবসান। অবশেষে ব্রাজিলের বিষ্ময় বালক নেইমার বার্সেলোনা ছেড়ে প্যারিস সাঁজাতে সইও করলেন এবং জার্সি গায়ে চাপালেন।
ফরাসি ক্লাবের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করলেন এই ব্রাজিলের ফুটবলার। এই জন্য ট্রান্সফার ফি বাবদ বার্সেলোনাকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো দিতে হল প্যারিস সাঁজাকে।
এরপরই ফরাসি ক্লাবের চেয়ারম্যান নাসের আল খেলাইফিকে পাশে নিয়ে নেইমার বলেন, ‘আমার প্যারিসে আসার কারণ, জীবনে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা। এর মানে এই নয় যে, আমি বার্সায় তারকার সম্মান পাচ্ছিলাম না।ওখানেও আমি দিব্যি ছিলাম। পিএসজি ট্রফি জিততে চায়। আমিও আমার কেরিয়ারে নতুন নতুন আরও অনেক ট্রফি জিততে চাই। আমার ফুটবল জীবনে নেওয়া সবথেকে কঠিন সিদ্ধান্তটা নিয়ে এখানে এলাম। ওখানে আমার অনেক বন্ধু। ছেড়ে আসা আমার পক্ষে সহজ ছিল না। তবে, এখানে আমি মোটেই টাকার জন্য আসিনি। টাকাটাই লক্ষ্য হলে, আমি অন্য দেশের অন্য কোনও ক্লাবে যেতে পারতাম।’
বার্সেলোনার সব বন্ধুদের ধন্যবাদও জানিয়েছেন নেইমার। ফরাসি লিগে প্রথম ম্যাচে মাঠে নামার জন্য ছটফট করছেন তিনি।
আর নেইমারের নতুন ক্লাবের চেয়ারম্যান নাসের আল খেলাইফি বলেন, ‘ও এখানে শুধু টাকার জন্য আসেনি। টাকাটাই উদ্দেশ্য হলে, নেইমার অন্য কোনও ক্লাবে যেতে পারত। আমরা অত টাকা দিতেও পারতাম না। নেইমারের মতো ফুটবলার আমাদের ক্লাবে যোগ দেওয়ায়, আমরা সকলে আনন্দিত।’