২০১৯-২০ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) । প্রকাশিত ভর্তি পরীক্ষার ফলে পাসের হার ৩৬ দশমিক ৯৪ শতাংশ। যাতে পাস করেছে ১৩ হাজার ৪৭৩ জন শিক্ষার্থী। সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৩টা ৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।
এর আগে সাড়ে ৩টার দিকে প্রথমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন চবির দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
এর আগে রোববার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ হাজার ২২১ টি আসনের বিপরীতে ৩৬ হাজার ৫৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। দুই শিফটে অনুষ্ঠিত এই পরীক্ষায় উপস্থিতির পরিমাণ শতকরা ৮৭ শতাংশ। এবং অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৪৬০ জন শিক্ষার্থী। উক্ত ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪২ হাজার ৪জন শিক্ষার্থী।
প্রকাশিত বি ইউনিটের ফলাফল দেখুন এখানে