আইন-বিধি-নীতিমালার পাশাপাশি জনগণকে তামাক দ্রব্য ও মাদকদ্রব্যের বিরুদ্ধে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক । প্রকাশ্য স্থানে কেউ ধুমপান করলে বাধা দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ।
তিনি বলেন, বর্তমান সরকার তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করেছে, বিধি ও নীতিমালা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে লক্ষ্য নির্ধারণ করেছেন। সে লক্ষ্য অর্জনে সরকার বদ্ধপরিকর।
আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০১৭ এবং তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাজেটে তামাকপণ্যে বর্ধিতহারে করারোপ করে এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন।