ডিএমপি নিউজ: জাম্বুরা বিভিন্ন নামে পরিচিত বাংলাদেশে। একেক অঞ্চলে একেক নাম। যেমন- জাম্বুরা, বাতাবি লেবু, বাদামি লেবু, ছোলন, বড় লেবু ইত্যাদি।
এতে সবচেয়ে বেশি আছে ভিটামিন সি। জাম্বুরায় ভিটামিন সি রয়েছে ১০৫ মিলিগ্রাম। আনারস, আমলকী ও এ ধরনের ফলে যে পরিমাণ ভিটামিন সি আছে, তার চেয়ে বেশি রয়েছে জাম্বুরায়।
জাম্বুরা ওজন নিয়ন্ত্রণ করে, রোগ প্রতিরোধ বাড়ায়, হৃদরোগের ঝুঁকি কমায়, ক্যান্সারের ঝুঁকি কমায়, রক্ত চলাচল বৃদ্ধি করে, বয়স ধরে রাখতে সাহায্য করে, হাড় ও পেশি মজবুত করে, হজমে সাহায্য করে।