ডিএমপি নিউজঃ পেশায় একজন রিকশা চালক হলেও আড়ালে একজন বড় প্রতারক। এমনই এক প্রতারক ও তার সহযোগীসহ দুইজনকে গ্রেফতার করেছে ওয়ারী ট্রাফিক জোনের পুলিশ সদস্যরা।
গ্রেফতারকৃত দুজনের নাম-মো: মিরাজ (চালক) ও মো: রুমন।
ট্রাফিক ওয়ারী জোনের টিআই বিপ্লব ভৌমিক বলেন, আজ বুধবার (০৭ ডিসেম্বর ২০২২ খ্রি.) বেলা ১১:৫০ টায় পোস্তগোলা করিমউল্লা বাগ হতে আনুমানিক এক লক্ষ টাকার মালামাল ক্রয় করে রিকশা যোগে জুরাইন হয়ে বংশালের রথখোলা যাচ্ছিলেন মো: জাহেদ। কিছুদূর যাওয়ার পর চালক জাহেদকে বলেন রিকশা মেরামত করতে হবে। জাহেদকে গাড়ি থেকে নামতে বলেন রিকশা চালক। গাড়ি থেকে নামার পর রিকশা চালকের একজন সহযোগী জাহেদের সাথে কথা বলতে শুরু করে। কথা বলতে বলতে জাহেদ যখন আনমনা হয়ে পড়ে এই ফাঁকে রিকশা চালক ও তার অপর এক সহযোগীসহ মালামাল নিয়ে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, রিকশাটি যখন জুরাইন রেল ক্রসিং এলাকায় পৌঁছায়, তখন দায়িত্বরত ট্রাফিক ওয়ারী জোনের টিআই বিপ্লব ভৌমিক, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাল বোঝাইকৃত রিকশাটি থামান। পুলিশ দেখেই রিকশার পেছনে থাকা সহযোগী পালানোর চেষ্টা করে। পুলিশের সন্দেহ হলে চালকসহ দুজনকে গ্রেফতার করে। ১০/১৫ মিনিট পর মালের প্রকৃত মালিক সেখানে উপস্থিত হন। তিনি পুলিশের কাছে ঘটনার বর্ণনা করেন এবং নিজের মালামালগুলো সনাক্ত করেন। পুলিশের তৎপরতার কারণে তার মালামাল ফিরে পাওয়ায় তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তারা এমনিভাবে রিকশায় করে মালামাল বহনের নামে মানুষের মূল্যবান জিনিসপত্র চুরি করতো বলে জানায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।