হবিগঞ্জের চুনারুঘাটের সকলের পরিচিত মুখ প্রতিবন্ধী ভিক্ষুক আকসির মিয়া। সে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রায় সময় থানা প্রাঙ্গণে পুলিশের পোষাক পরে বাঁশি হাতে নিয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করতো। কখনো কখনো তাকে ভিক্ষা করতেও দেখা গেছে। বেশ কয়েকদিন তাকে ভিক্ষা করতে না দেখে চুনারুঘাট থানার ওসি খোঁজ নিয়ে জানলেন সে বাড়িতে অসুস্থ।
আজ ১২মে দুপুরে তাকে দেখতে তার নিজ বাড়িতে যান হবিগঞ্জের চুনারুঘাটের ওসি কেএম আজমিরুজ্জামান। এ সময় তিনি অসহায় দরিদ্র প্রতিবন্ধী আসকিরের জন্য দেশী মোরগ, রুই মাছ, চাউলের বস্তা নিয়ে যান। তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও আসার সময় ঈদের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় অসহায় আকসির মিয়া আবেগ আপ্লুত হয়ে কেঁদে বলেন “একজন পুলিশ কর্মকর্তা আমার বাড়িতে আসবেন আমি জীবনেও কল্পনা করিনি” সে ওসিকে তার বাড়িতে দেখে খুশিতে আত্মহারা হয়ে যান।
এ বিষয়ে ওসি কেএম আজমিরুজ্জামান বলেন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে যাতে পবিত্র মাহে রমজানের রোজা পালন করতে পারে সে জন্য তিনি খাদ্যসামগ্রী দিয়েছেন।
তিনি আরও বলেন আমরা সকলেই আমাদের চারপাশের ২/১জন অসহায় লোকের সহযোগিতা করি, তাহলে দেখবেন সমাজের সকলেই স্বাচ্ছন্দ্যবোধে চলছে। আসুন সকলেই পবিত্র এই রমজান মাসে স্বাধ্যানুযায়ী আশ-পাশের অসহায় দরিদ্রদের পাশে দাঁড়াই।