ডিএমপি নিউজঃ নিরাপত্তা একটি সামগ্রিক ব্যাপার। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী যেমন সাধ্য অনুসারে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করে, তেমনি আপনাদের অর্থ্যাৎ নাগরিকদেরকেও তাদের জানমালের নিরাপত্তায় করণীয় সম্পর্কে সচেতন হতে হবে। নাহলে আপনার প্রতিষ্ঠানের যে কেউ হতে পারে চুরি, ডাকাতির মত কমন বিপদ ছাড়াও বড় নাশকতামূলক কর্মকান্ডের শিকার। এ লেখায় আপনার প্রতিষ্ঠান, এপার্টমেন্ট বিল্ডিং ও স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে যে বিষয়গুলো অবশ্যই মেনে চলবেন তার ধারণা দিচ্ছে ডিএমপি নিউজ।
- আপনার প্রতিষ্ঠানে কর্মরত/স্থাপনায় বসবাসরত প্রত্যেকের তথ্য সংগ্রহে রাখুন এবং প্রযোজ্য ক্ষেত্রে পুলিশকে অবহিত করুন।
- প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহের চতুর্দিকের দেয়াল যথাসম্ভব উঁচু করা এবং দেয়ালের উপর সুরক্ষিত গ্রীল বা কাঁটাতারের বেড়া দেয়া । এতে সহজেই যেকেউ প্রবেশ করতে পারবে না । এর ফলে আপনার প্রতিষ্ঠান ও বাসাবাড়ীর নিরাপত্তা অনেকখানি নিশ্চিত হবে।
- মেইন গেইটে পকেট গেটের পাশাপাশি ছোট উইন্ডো রাখুন, যাতে গেইট না খুলেই উইন্ডো খুলে বহিরাগত ব্যক্তির পরিচয় জিজ্ঞাসা করা যায়।
- আপনার প্রতিষ্ঠানে একটি করে রেজিস্টার রাখার ব্যবস্থা করতে পারেন এবং এই রেজিস্টারে প্রবেশের সময় দর্শনার্থীর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর অন্তর্ভূক্ত করে রাখুন । এতে যেকোন সময় কারা কখন আসল বা গেল এর একটি পরিসংখ্যান থাকবে যা প্রয়োজনীয় মুহূর্তে আপনার কাজে লাগতে পারে।
- প্রতিষ্ঠান ও বাসাবাড়ির চতুর্দিকে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুন। আলোযুক্ত স্থানে দুষ্কৃতিকারীরা সহজে প্রবেশ করতে চাইবে না।
- সম্ভব হলে আপনার প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি লাগানোর ব্যবস্থা করুন। সিসিটিভির ফুটেজ থেকে যে কোন অপরাধীকে পুলিশের পক্ষে সনাক্ত করা সহজ হবে।
- যানবাহন তল্লাশীর জন্য ভেহিকেল সার্চ মিররের ব্যবস্থা করুন। ভেহিকেল সার্চ মিরর যেকোন বড় ধরনের বিপদ থেকে আপনাকে রক্ষা করতে সহায়ক হবে।
- প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহের প্রবেশ মুখে প্রয়োজনীয় ক্ষেত্রে লাগেজ স্ক্যানার স্থাপন করুন।
- প্রয়োজনে পর্যাপ্ত সংখ্যক প্রাইভেট সিকিউরিটি গার্ড নিয়োগ করুন। সিকিউরিটি গার্ডের পরিচয় যাচাই করে নিশ্চিত হয়ে নিয়োগ দেবেন।
- প্রয়োজনীয় ক্ষেত্রে সশস্ত্র আনসার নিয়োগ করতে পারেন।
মনে রাখবেন আপনার প্রতিষ্ঠানে কর্মরত অথবা স্থাপনায় বসবাসরত প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করার ভার আপনারও আছে। অতএব সময় থাকতে যথাযথ ব্যবস্থা নিন।