ডিএমপি নিউজ: বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে গত ২৬/০৩/২০২০খ্রি: হতে ২৫/০৪/২০২০খ্রি: পর্যন্ত দেশের সকল সরকারী/বেসরকারী অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
এতে গরিব, দিন মজুর, নিম্ন আয় ও শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরন-পোষণ/আহার যোগাতে অসুবিধায় পড়েছেন।
এ ধরনের শ্রেণী ও পেশার মানুষের পাশে দাঁড়াতে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ হতে অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ আফরুজুল হক টুটুল ও বাঁশখালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল আজ ১৬ এপ্রিল, ২০২০ খ্রি: বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউপির বঙ্গোপসাগরের উপকূলীয় খাটখালী এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করেন।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম এর নির্দেশনায় বঙ্গোপসাগরের উপকূলীয় এ এলাকায় আটকে পড়া প্রায় ২৫০টি মাঝি ও খালাসী পরিবারের মধ্যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেমন চাল, ঢাল, তেল, লবণ, পেঁয়াজ ইত্যাদি বিতরণ করেন।
এ ছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধের বিষয়ে তাদেরকে সচেতন করে পুলিশ।
করোনার কারণে সৃষ্ট এমন দুর্যোগের দিনে পুলিশের সহায়তা পেয়ে ওইসব মাঝি ও খালাসীগণ আবেগ-আপ্লূত হয়ে পড়েন।