ডিএমপি নিউজ: প্রতিবন্ধীরাও সুযোগ পেলে সুস্থ মানুষের মতো দারুণ কিছু করতে পারে। এমনই ভাবনা থেকে নির্মিত হয়েছে আর এন রূম্পা’র নাটক ‘ডবলিউ’। প্রথমবারের মতো এই নাটকে জুটি বেধেঁছেন সজল আর যুথি।
নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে এটি রয়েছে সম্পাদনার টেবিলে। এতে প্রতিবন্ধী যুবক ডবলিউর চরিত্রে আব্দুন নূর সজল এবং তার বিপরীতে সোহেলি চরিত্রে যুথিকে দেখা যাবে। নাটকটি রচনা করেছেন সুস্ময় সুমন।
সজল ও যুথি ছাড়াও ‘ডবলিউ’তে আরও অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, খান সুমন, অপু সরকার, শিরিন আলম, আসলাম প্রমুখ। খুব শিগগির বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক।