রাজু চৌধুরীর ‘রাজকন্যা’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর প্রথম রানার আপ নিশাত নাওয়ার সালওয়ার। তবে প্রথম ছবিতে শুধু নাম ভূমিকায় নয়, প্লেব্যাকেও পাওয়া যাবে সালওয়াকে। নিজের গাওয়া গানে পর্দায়ও ঠোঁট মেলাবেন তিনি।
সালওয়া আগামী সপ্তাহেই গানটিতে কণ্ঠ দেবেন বলে জানান সুরকার ও সংগীত পরিচালক প্রমিত কুমার বাড়ৈ। ‘আমি মরতে পারি যদি তুমি বলো, হাত ধরতে পারি যদি সাথে চলো’ গানটি নিয়ে তিনি বলেন, ‘সালওয়ার কথা ভেবেই রোমান্টিক আর নরম সুরে গানটি করেছি। আমার বিশ্বাস, সবার ভালো লাগবে।’
‘রাজকন্যা’র শুটিং শুরু হবে ২৫ ফেব্রুয়ারি। প্রথম দিন এই গানটি দিয়েই ক্যামেরা ওপেন হবে বলে জানান পরিচালক।